Posts

বাংলাদেশে করোনায় জরুরি সেবা

  অ্যাম্বুলেন্সে ইচ্ছেমতো ভাড়া আদায় হাসপাতালের কর্মচারী ও প্রভাবশালীরা ‘সিন্ডিকেট’ করে বেশি ভাড়া আদায় করেন। ভাড়ার ওপর কমিশনই ২০%। করছাড়ের সুফল নেই। ঢাকার বড় হাসপাতালের সামনে সার বেঁধে অলস দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স। রোগী পরিবহনে চাহিদা যতটা, তার চেয়ে অ্যাম্বুলেন্সের সংখ্যা বেশি। কিন্তু রোগী পেলেই ভাড়া হাঁকা হয় অনেক বেশি। এই করোনাকালেও হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স না নিয়ে অন্য কোথাও থেকে কম টাকায় ভাড়া করবেন, সে সুযোগ নেই। হাসপাতালকেন্দ্রিক ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেট’ রোগীকে বাইরের অ্যাম্বুলেন্সে তুলতেই দেবে না। তাদের এক কথা, অন্য অ্যাম্বুলেন্স নিতে হলে তাদের টাকা দিতে হবে। আরো পড়তে ক্লিক করুন- http://fumacrom.com/3FQR

করোনার টিকা

  অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিলেন ট্রুডো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় গতকাল শুক্রবার অটোয়ায় করোনার টিকা নেন তিনি। এ সময় জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফিও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। আরো জানতে ক্লিক করুন- http://fumacrom.com/3ErS

অনলাইন থেকে আয় করার সেরা 5টি উপায়

  বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির এই যুগে কোটি কোটি মানুষ টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করে ইনকাম করছেন অথবা ভালো ইনকাম করার কথা ভাবছেন। যারা অনলাইন ইনকাম করার উপায় সম্পর্কে এখনও ভালোভাবে জানেন না, তাদের জন্য আমি সেরা ৫টি উপায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেটি আপনার জন্য উপযুক্ত, আপনি সেটিই বেছে নিতে পারেন। আপনি ধৈর্য্য সহকারে বুঝে শুনে পরিশ্রম করলে কাজ চালিয়ে গেলেই অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। (1) Blogging ব্লগিং এর মাধ্যমে আপনি কাজ শুরু করতে পারেন। ব্লগ দুইভাবে তৈরি করতে পারেন- ব্যক্তিগত এবং সামাজিক। ব্যক্তিগত ব্লগের মাধ্যমে পাঠকদেরকে আপনি আপনার আইডিয়াগুলো শেয়ার করতে পারেন। আর সামাজিক ব্লগের মাধ্যমে যেকোনো ইউজার লগইন করে আপনার আইডিয়াগুলো লিখে পাঠকদের কাছে তুলে ধরতে পারেন।লেখা বেশি হলে পাঠকের সংখ্যা বৃদ্ধি পাবে। পাঠকের সংখ্যা যত বৃদ্ধি পাবে আপনার ওয়েবসাইটের রর‌্যাংকিং এবং ট্রাফিক তত বেশি হবে। ট্রাফিক বেশি হলে আপনার ইনকাম বেশি হবে। (2) Freelancing ফ্রিল্যান্সার হয়ে আপনি কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারেন। আপনি ঘরে বসেই upwork.com / freelancer.com / fiverr.com ইত্যাদি মা